মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কি অপরূপ ভালোবাসা!

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৫:০৪

দীর্ঘ ৪৩ বছর আগে বাবা-মা-ভাইসহ পরিবারের সবাইকে হারান তারা। পরিবার বলতে তাই সেসময় ছিলেন তারা দুজন। দীর্ঘ সময় ধরে দুই বোন একে অপরের উপর ছায়া হয়ে আছেন। তাদের একজন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা; অপরজন তার বোন শেখ রেহানা। রাজনীতির এই বন্ধুর পথ মাড়িয়ে চলেও তাদের মধ্যে ভালোবাসার এতোটুকু ঘাটতি এখনো তৈরি হয়নি। এই ছবিই যার প্রমাণ দেয়।

রাজধানীর বিজয় স্মরণীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রাঙ্গণে তোষাখানা যাদুঘর এর উদ্বোধনী অনুষ্ঠানে বাবার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে জড়িয়ে ধরে চুমো খান। দুই বোনের এই ভালোবাসার দৃশ্যটা যেন অপরূপ!

ঘাতকের বুলেটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদেশে থাকায় সেসময় সৌভাগ্যক্রমে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে দেশে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। তার পাশে ছায়ার মতো সবসময় ছিলেন শেখ রেহানা। দুজন মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে যাচ্ছেন।

ইত্তেফাক/কেআই