বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংলাপের ডাক গুতেরেসের, ধন্যবাদ দিলেন বাংলাদেশিদের

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৫৭

বাংলাদেশে নির্বাচন সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘অর্থবহ সংলাপ’ আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, ‘এটা পরিষ্কার যে নির্বাচন সঠিক হয়নি।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানাই, তারা যেন অর্থবহ সংলাপ আয়োজন করেন। সবার যথা সম্ভব ইতিবাচক হওয়া উচিত।’

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম তদন্ত জাতিসংঘ কোন প্রতিনিধিদল পাঠাবে কিনা —এমন প্রশ্নে গুতেরেস বলেন, এ ধরনের তদন্ত করার এখতিয়ার জাতিসংঘের নেই।

আরও পড়ু্নঃ এরশাদ গুরুতর অসুস্থ, ঠিকমত খেতেও পারছেন না

রোহিঙ্গা  ইস্যুতে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা বাংলাদেশকে ধন্যবাদ দিতে চাই এত বেশি সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেয়ার জন্য।’

ইত্তেফাক/টিএস