শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১০ হাসপাতালে দুদকের অভিযান, ৪০ শতাংশ ডাক্তারই অনুপস্থিত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৭

দেশের আটটি জেলার ১০টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায়। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে এ কথা জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।

তিনি জানান, ঢাকাসহ আট জেলার ১০টি সরকারি হাসপাতালে দুদক একযোগে অভিযান চালায়। এই হাসপাতালগুলোতে ২৩০ জন ডাক্তারের মধ্যে ৯২ জনই অনুপস্থিত ছিলেন। এটা হিসেবে ৪০ শতাংশ হয়। ঢাকার বাইরে যে সাত জেলায় আটটি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, সেখানে ১৩১ চিকিৎসকের মধ্যে ৮১ জনই অনুপস্থিত ছিলেন, যা হিসেবে প্রায় ৬২ শতাংশ।
 
দুদক ডিজি এ সময় আরও বলেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই সাবেক আইজিপির জামিন

ইত্তেফাক/এমআই