শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই: খাদ্যমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৬

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিয়ানমারের নাগরিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাড়তি চাপে দেশে আপাতত খাদ্য সংকট দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

আজ মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।

বর্তমানে খাদ্য অধিদপ্তর ও বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যে সম্পাদিত ‘এমওইউ’র’ মাধ্যমে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ধারে খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে।

মন্ত্রী সরকারি দলের নিজাম উদ্দিন হাজারির অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কৃষি উপকরণ, ভর্তুকিসহ অন্যান্য সুবিধা প্রদান অব্যাহত রেখেছে’।

আরও পড়ুন: সৌদিতে সেই শতাধিক প্রবাসী এখন রাস্তায়

ইত্তেফাক/এমআই