শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪

পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী প্রভাবে ইতিমধ্যে শুরু হয়েছে ঝড়ো হাওয়া, শিলা ও বজ্রসহ বৃষ্টি। আগামী কয়েকদিন এমন আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও বজ্রমেঘের উপস্থিতি বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরণের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি