বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশের সতর্কতা জারি

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২০:০০

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় অস্ট্রেলিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে সরকার। গত শুক্রবার ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে ওই হামলায় অর্ধশত মানুষের প্রাণহানি ঘটে। 

সতর্কতায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় বসবাসরত যারা আছেন, বিশেষত জনসমাগমস্থলে অত্যন্ত সতর্ক থাকুন। সংবাদ মাধ্যমে নজর রাখার পাশাপাশি অন্যান্য স্থানীয় সূত্রের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকি সম্পর্কেও অবগত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন ট্যারান্ট নামে অস্ট্রেলিয়ার এক নাগরিক। ওই হামলায় নিহতদের পাঁচজন বাংলাদেশি, আহতদের মধ্যেও তিনজন প্রবাসী রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: বিএনপির দুর্নীতি-ব্যর্থতার জন্যই দলের নেতারা পদত্যাগ করছেন: হানিফ

ইত্তেফাক/এমআই