শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেকনোক্র্যাট ৪ মন্ত্রীকে অব্যাহতি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

পদত্যাগপত্র দেওয়ার এক মাস তিন দিন পর ৪ টেকনোক্র্যাট মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হ‌লেন- ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব মোহাম্মদ শ‌ফিউল আলম রবিবার জানান, টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহ‌তি দি‌য়ে আ‌দেশ জা‌রি ক‌রে‌ছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ।

গত ৩ ডিসেম্বর বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৬ নভেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন চার মন্ত্রী। ওইদিন প্রধানমন্ত্রীর কাছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন: রাজনীতি ছেড়ে ক্ষমা চাইলেন মনির খান

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনির্বাচিত এই চার মন্ত্রীকে অব্যাহতি দিলেন শেখ হাসিনা। 

ইত্তেফাক/এমআই