বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারায়ণগঞ্জে ১৫ প্রতীক পেল ৩৫ প্রার্থী, সিংহ প্রতীকে স্বতন্ত্ররা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৫জন প্রার্থীর মধ্যে ১৫টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে দলীয় প্রতীকের বাইরে দুটি আসনের স্বতন্ত্র প্রার্থীর পছন্দের প্রতীকই ছিল সিংহ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই প্রতীক বিতরণ করেন জেলা রিটানিং অফিসার রাব্বী মিয়া।

রূপগঞ্জ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী, ধানের শীষ প্রতীক বিএনপি প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির, লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির প্রার্থী আজম খান, হাত পাখা প্রতীক ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাসেমী, কাস্তে সিপিবির মোঃ মনিরুজ্জামান চন্দন, গোলাপ ফুল প্রতীক জাকের পার্টির মাহফুজুর রহমান, সিংহ প্রতীক স্বতন্ত্র মোঃ হাবিবুর রহমান।

আড়াইহাজার আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু, ধানের শীষ পেয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নাসির উদ্দিন, কাস্তে প্রতীক পেয়েছেন কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম। সোনারগাঁ আসনে লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টি দলীয় বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ধানের শীষ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান, সিংহ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, হাত পাখা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছানাউল্লাহ নূরী, ফুলের মালা বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মজিবুর রহমান মানিক, কাস্তে পেয়েছেন সিপিবির আব্দুস সালাম বাবুল, তারা পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এএনএম ফখরুদ্দিন ও গোলাপ ফুল পেয়েছেন জাকের পার্টির মো. মুরাদ হোসেন জামাল। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান, ধানের শীষ পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতী মনির হোসেন কাসেমী, হাত পাখা পেয়ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম, মই পেয়েছেন বাসদের সেলিম মাহমুদ, কাস্তে পেয়েছেন সিপিবির ইকবাল হোসেন, কোদাল পেয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন, গাভী পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ এর ওয়াজিউল্লাহ মাতব্বর অজু, বটগাছ পেয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ জসিম উদ্দিন। সদর ও বন্দর আসনে লাঙ্গল পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান, ধানের শীষ পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এসএম আকরাম, হাত পাখা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম মুন্সী, কাস্তে পেয়েছেন সিপিবির অ্যাডভোকেট মন্টুঘোষ, মই পেয়েছেন বাসদের আবু নাঈম খান বিপ্লব, চেয়ার পেয়েছেন ইসলামী ঐক্যফ্রন্টের বাহাদুর শাহ মুজাদ্দেদী, দেওয়াল ঘড়ি পেয়েছে খেলাফত মজলিশের মনোনিত হাফেজ মোঃ কবির হোসেন, গোলাপ ফুল পেয়েছেন জাকের পার্টির মোর্শেদ হাসান।

ইত্তেফাক/আরকেজি