বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তমিজউদ্দিন নির্বাচন করতে পারবেন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন ঢাকা-২০ আসনের বিএনপি প্রার্থী তমিজউদ্দিন। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া সিদ্ধান্ত মঙ্গলবার স্থগিত করেন হাইকোর্ট।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তমিজউদ্দিনের মনোনয়নপত্র গ্রহণের ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদ।

আরো পড়ুন: রিকশাচালককে পেটালেন নারী, ভিডিও ভাইরাল

আইনজীবীরা জানান, ধামরাই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তমিজউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। এ কারণে রিটার্নিং কর্মকর্তা ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি তা মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

ইত্তেফাক/জেডএইচ