শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে’

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এখনো যে সময় আছে শপথ নিয়ে বিএনপি সংসদে আসতে পারে। আমার বিশ্বাস বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। অন্যথায় জনগণই তাদের পরিণতি দেখবে। 

 

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ওই প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করবো না।’

 

নিজ নির্বাচনী এলাকার কসবায় গণসংবর্ধনায়যোগ দিতে সকালে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়া যান আনিসুল হক। সেখান থেকে সড়ক পথে তিনি কসবায় যান 

আরো পড়ুন : রাবি থেকে পালিয়েছে ৫ নেপালি শিক্ষার্থী

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছরই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে।’ 

 

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান।

 

ইত্তেফাক/ইউবি