বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমি কাজের সুযোগপ্রত্যাশী, মনোনয়নপ্রত্যাশী নই: অপু বিশ্বাস

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:১০

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

রবিবার বিকাল ৩টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে দলটির সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে মনোনয়নপত্রটি জমা দেন  এ অভিনেত্রী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অপু বিশ্বাস বলেন, আমি নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের মমতাময়ী মা ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবসময় নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে করছেন। আমি কাজের সুযোগপ্রত্যাশী। মনোনয়নপ্রত্যাশী নই। তবে আপা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করব।

আরো পড়ুন: ভারতে কর্মস্থলে নারীদের জন্য নামাজের ব্যবস্থা, পাচ্ছেন ছুটি

এদিকে আরেক জনপ্রিয় অভিনেত্রী  মৌসুমীও সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন।

বাংলাদেশে ৩৫০ আসনে জাতীয় সংসদে নির্বাচন হয়। এর মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি আসন পাচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ