শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ডেকেছে জাপা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সকল প্রার্থীকে আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় ডেকেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। ওইদিন সকাল ১১টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সকল প্রার্থীকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মতবিনিময় সভায় উপস্থিত থাকতে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা অনুরোধ জানিয়েছেন। সভায় একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

প্রার্থীদের সবাইকে ঢাকায় ডাকার বিষয়ে জাপা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন নিয়ে আলোচনার কথা বলা হলেও কার্যত দলের সাংগঠনিক পরিস্থিতি, সংসদে দলের ভূমিকা এবং আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হবে এই সভায়। এছাড়া দলের চেয়ারম্যানের অসুস্থতা এবং ভবিষ্যতে তার অবর্তমানে দল কীভাবে পরিচালিত হবে সেসব বিষয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন: নাসার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইত্তেফাক/এমআই