বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কারামুক্তি পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৪:২৯

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জেলগেটে উপস্থিত বিএনপির বহু সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

 

রাজধানীর শেরে বাংলা নগর থানার নাশকতার মামলায় গত বছরের ১২ ডিসেম্বর গুলশানের বাসা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে সে মামলায় জামিন লাভ করলেও পুনরায় গত ১২ ফেব্রুয়ারি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

 আরো পড়ুন : সফররত সৌদি প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসন থেকে দলীয় মনোনয়ন পান তিনি। কিন্ত শেষ পর্যন্ত আদালতে তার মনোনয়ন আটকে যায়। পরে এ আসন থেকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেন।

 

ইত্তেফাক/ইউবি