বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘স্থানীয় জনগণের অধিকার প্রতিষ্ঠায় উপজেলা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৬:৫৪

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্থানীয় পর্যায়ে জনগণের সুযোগ-সুবিধা ও অধিকার প্রতিষ্ঠা করতে উপজেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ সোমবার দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদে যোগ্য প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করেছে। এর মাধ্যমে জনগণ তাদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

আরও পড়ুন: উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

সকাল সাড়ে ৮টায় তিনি নিজ কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই