শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আওয়ামী লীগ গণতন্ত্রের ছদ্মবেশে জনগণকে ধোঁকা দিচ্ছে: মির্জা ফখরুল

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৬:৪৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে জনগণকে ধোঁকা দিচ্ছে। আওয়ামী লীগ এখন একুশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সদ্য প্রয়াত কবি আল মাহমুদের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ শোকসভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা-জাসাস।

মির্জা ফখরুল বলেন, ‘যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। তাদের সরাসরি নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে, আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন। সেটা বললেই তো হয়ে যায়।’

তিনি বলেন, ‘অবৈধ সরকার সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে। আজকে কবিকে কারাগারে নেওয়া হচ্ছে। কবি সাহিত্যিককে কারাগার পাঠানো হচ্ছে। শিল্পী সাংবাদিককে কারাগারে পাঠানো হচ্ছে। কেউ ভিন্নমত পোষণ করলে তাদের ওপর নির্যাতন নেমে আসে।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব, নুরের আপত্তি

তিনি বলেন, ‘কয়েকদিন আগে পৃথিবীর বিখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায় ঢাকায় এসেছিলেন। তার যেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়। এরপর যেখানে গিয়েছিলেন সেখানেও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। শেষ পর্যন্ত কিছুটা ভয়ে ভয়ে বক্তব্য দেন তিনি।’

ইত্তেফাক/কেকে