শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১১৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৮:২০

পঞ্চম উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। দেশের ১১৭টি উপজেলায় আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টার দিকে শেষ হয়। 

নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল ও একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে।

এই ধাপে মোট ৩৩ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ১৩ জন নারী ভাইস চেয়ারম্যানসহ মোট ৫৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১১৭টি উপজেলায় এক হাজার ৩২৩ প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪০, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন।

আরও পড়ুন: এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

এসব উপজেলায় মোট ভোটার এক কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন। কেন্দ্র সংখ্যা ৯ হাজার ২৯৮টি। ভোটকক্ষ ৫৮ হাজার ৫২৪টি।

ইত্তেফাক/কেকে