শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম ভোট ৫মে

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:০২

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বাদশ সিটি করপোরেশন হিসাবে গেজেট প্রকাশের পাঁচ মাস পর আগামী ৫ মে ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা হয়েছে।

সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে আজ সোমবার নির্বাচন কমিশনের ৪৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। পরে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল।

এই সিটি করপোরেশনের ১৩০টি কেন্দ্রের সবগুলোতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

আরও পড়ুন: ইউরোপের বাজার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বাণিজ্য সচিব

ইত্তেফাক/এমআই