শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেষ মুহূর্তে বিএনপির ৯ প্রার্থী বদল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেষ মুহূর্তে ৯ আসনে প্রার্থী বদল করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত নির্বাচন কমিশন বরাবর পাঠানো নয়টি আবেদনে এই প্রার্থী পরিবর্তন করার কথা বলা হয়েছে।

আবেদনে সংসদীয় আসন নং ৬৭ তে (সিরাজগঞ্জ-৬) কামরুদ্দিন এহিয়া খান মজলিশের স্থলে এম. এ মুহিতকে, আসন নং ১৬৮ তে (মানিকগঞ্জ-১) খন্দকার আব্দুল হামীদ ডাবলুর স্থলে এস এ জিন্নাহ কবীরকে, আসন নং ২৩ -এ (রংপুর-৫) মোফাখখারুল ইসলাম নবাবের স্থলে মোহাম্মদ গোলাম রব্বানীকে, আসন নং ২৮৪ তে (চট্টগ্রাম-৭) কুতুব উদ্দিন বাহারের স্থলে মোঃ নুরুল আলমকে, আসন নং ৪৬ তে (নওগাঁ-১) মোঃ মোস্তাফিজুর রহমানের স্থলে মোঃ ছালেক চৌধুরীকে, আসন নং ১৪৪ তে (শেরপুর-২) এ কে এম মুখলেছুর রহমান রিপনের স্থলে মোহাম্মদ ফাহিম চৌধুরীকে, আসন নং ২১৭ তে (গোপালগঞ্জ-৩) এসএম আফজাল হোসেনের স্থলে এস. এম. জিলানীকে, আসন নং ৫৮ তে (নাটোর-১) কামরুন নাহারের স্থলে মুনজুরুুল ইসলামকে, আসন নং ৫৬ তে (রাজশাহী-৫) অধ্যাপক নজরুল ইসলামের স্থলে মোঃ নাদিম মোস্তফাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ কালিয়ার গৃহবধূ হত্যার রহস্য উদঘাটিত হয়নি এক মাসেও

আবেদনগুলি রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয় গ্রহণ করে।

ইত্তেফাক/নূহু