শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জোটের বাইরে তিনটি আসনে ‘হাতুড়ী’ নিয়ে লড়বে ওয়ার্কার্স পার্টি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল শরিক ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা পাঁচটি আসনে জোটগত একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে দলটি আরও তিনটি আসনে দলীয় প্রতীক ‘হাতুড়ী’ মার্কায় লড়বে বলে সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্তে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচনে জোট সমঝোতার প্রয়োজনে পার্টির পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তে এই প্রার্থীদের মধ্যে রবিবার ২৪ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

১৪ দলের একক প্রার্থী হিসেবে ওয়ার্কার্স পার্টির নেতারা যেই পাঁচটি আসনে ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেগুলো হলো রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), অ্যাড. মোস্তফা লুৎফুল্লা (সাতক্ষীরা-১), অধ্যাপক ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩) ও অ্যাড. টিপু সুলতান (বরিশাল-৩)। আর ‘হাতুড়ী’ প্রতীকে যারা নির্বাচন করবেন তারা হলেন হাজী বশিরুল আলম (কক্সবাজার-১), আহসান উল্ল্যাহ (কুমিল্লা-৮) ও জহিরুল হক টুটুল (বরিশাল-২)।

আরও পড়ুন: ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা হেরে যাচ্ছেন : ড. কামাল

ইত্তেফাক/এমআই