শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাস্তা পাকা করার আবেদন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৮

নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ৮ নম্বর ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাকার মাথা (সমিতির স্কুল সংলগ্ন) থেকে আছানধনী মিয়া পাড়া দিয়ে খালিশা চাপানী ফাযিল মাদ্রাসা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার অবস্থা করুণ। বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যায়। যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করাটাও বিপজ্জনক। আশেপাশের সকল রাস্তা পাকা হলেও এই রাস্তা পাকা করার কোনো উদ্যোগ নেই। রাস্তাটির মাঝামাঝি অবস্থানে রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান—দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তার সর্বপশ্চিমে রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান—ডিগ্রি মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর পূর্বে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তাটিই ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। বর্ষাকালে ছাত্রছাত্রীদের কষ্টের সীমা থাকে না। নাউতারা, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী—এই তিন ইউনিয়নের সবচেয়ে বড় বাজার চাপানী বাজার। নাউতারা ও খালিশা চাপানী ইউনিয়ন থেকে চাপানী বাজারে যেতে হলে এই রাস্তাটি পাড়ি দিতে হয়। ডিমলা উপজেলায় যেতে  ধুমপাড়া, খচরুপাড়া, মধ্যপাড়া, চৌধুরীপাড়া ও মাওলানাপাড়ার লোকজন এই রাস্তাটি ব্যবহার করে। রাস্তাটি পাকা হলে এ এলাকার কয়েক হাজার মানুষের কষ্ট লাঘব হবে। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রী ও এলাকাবাসীর দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার জরুরি উদ্যোগ নিতে সংশি­ষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আজিনুর রহমান লিমন

আছানধনী মিয়া পাড়া, চাপানী হাট, ডিমলা, নীলফামারী