শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বুড়িগঙ্গা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৬

আবু সাইদ

 

কী বাঁচিলে বাঁচবে ঢাকা

ঘুরবে অর্থনীতির চাকা?

 

জানি যেমন তুমি আমি

তেমন জানে আর কে?

নয়-কে যারা ছয় করেছে

আট করেছে চার-কে।

তারাই করে জবর দখল

খাস জমি আর নদী সকল

তাদের শিকার বুড়িগঙ্গা

অন্য বিষয় নয় যে,

পুরান কথা নতুন করে

নগর পিতা কয় যে।

 

এবার তবে দেখার পালা

উদ্ধারে খাস নদী নালা

বাঘের থাবায় ছাগে নাকি

ছাগের শেডে বাঘ প্রজা,

গতিবিধি দেখেই কেবল

যাবে বাঘের রাগ বোঝা।