শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাভী

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৯:২৩

সৈয়দ রোকন উদ্দিন

 

লোকটা ছিল ভীষণ লোভী, নাম ছিল তার খালিক

সে ছিল এক দুধেল গাভীর, গর্বিত এক মালিক।

সবটুকু দুধ খায় চুষে রোজ, পেট তবু না ভরে

হাড্ডি-মাংস, চর্মেও তার লোভের নজর পড়ে।

লোভের নেশায় গাভীর যতন নিচ্ছে না এই বোকায়

দুধ দেবে কী? গাভী এখন নানান রোগে কোঁকায়।

দুধ না পেয়ে খালিক এখন হায়-হুতাশে মরে

মগজটা তার আউলা-ঝাউলা, দুই চোখে জল পড়ে।

 

এসব শুনে বৈদ্য এসে ছুড়ল বচন রাগে :

‘ধুর হাঁদারাম, দুধ খাবি খা, গাভী বাঁচা আগে।

নাই বা যদি রইল বেঁচে তোর দুধালো গাভী

বছরজুড়ে পেট ভরে তুই কোত্থেকে দুধ খাবি?’