
রবিবার, ৫ নভেম্বর ২০১৭, ২১ কার্তিক ১৪২৪, ১৫ সফর ১৪৩৯
পড়ে গিয়ে গুরুতর আহত
g ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মতিঝিলে গতকাল ভোরে রিকশার এক নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ব্যাগটি টান দেওয়ার সময় ওই নারী রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার নাম লিপিকা রানী হালদার (৪৫)। তাকে স্বামীবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারী রিকশা যাত্রীর স্বামী সাংবাদিক নিত্য গোপাল তুতু জানান, কমলাপুরের বাসা থেকে রিকশায় স্বামীবাগের মন্দিরে যাচ্ছিলেন। রিকশাটি মতিঝিলের হীরাঝিল হোটেলের কাছাকাছি পৌঁছলে একটি প্রাইভেট কার থেকে এক ছিনতাইকারী তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। এতে তার স্ত্রী পড়ে গিয়ে গুরুতর আহত হন।
ফজর | ৪:৫০ |
যোহর | ১১:৪৩ |
আসর | ৩:৪২ |
মাগরিব | ৫:২১ |
এশা | ৬:৩৫ |
পড়ুন |