শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেড় সহস্রাধিক

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:২৬

বিশেষ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১ হাজার ৫১০ জন। গতকাল শুক্রবার ছিল আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের শেষ দিন। অন্যদিকে আবেদনপত্র আগামীকাল রবিবার পর্যন্ত জমা দেওয়া যাবে। এ পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন ১ হাজার ৪১৫ জন। গতকাল আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইন দেখা যায়। বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি (জাপা) ৪টি, বিএনপি ১টি, স্বতন্ত্র ও অন্যরা দুটি সংরক্ষিত আসন পেতে পারে। মঙ্গলবার থেকে আবেদনপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ।