শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তরায় ‘এসি বিস্ফোরণে’ স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৩২

রাজধানীর উত্তরায় ঘুমন্ত অবস্থায় ঘরে আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। এই দম্পতির এক স্বজন বলছেন, ভোরে ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগে দগ্ধ হয়েছেন তারা।

দগ্ধ আলমগীর ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী বিলকিস বেবীকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দু’জনেরই শরীরের ৯৫ শতাংশের মতো পুড়ে গেছে বলে চিকিত্সকদের বরাত দিয়ে জানিয়েছেন মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, মঙ্গলবার ভোরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪১ নম্বর হোল্ডিংয়ের ছয়তলা ভবনের পঞ্চমতলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

আলমগীরের ভাই তানজিন শাহারিয়ার বলেন, তার ভাই ও ভাবী নিজেদের কক্ষে ঘুমিয়েছিলেন। তাদের সন্তানরা ঘুমান আরেক কক্ষে। ভোরে হঠাত্ এসি বিস্ফোরণে ভাই-ভাবীর কক্ষে আগুন লেগে যায়। সন্তানরা অন্য কক্ষ থেকে এসে তাদের উদ্ধার করে। আলমগীর পেশায় একজন ব্যবসায়ী বলে জানান তিনি।