শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই বিমানযাত্রীর পাকস্থলীতে ইয়াবা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:৩২

বিশেষ প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে তিন হাজার পিস ইয়াবাসহ দুই যাত্রী আটক হয়েছে। তারা হলেন- মামুন মল্লিক, জাবুল শেখ। গতকাল বিমানবন্দর আর্মড পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ টিম বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। তিনি বলেন, তাদের পেট এক্সরে করে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে মামুনের পেটে ছিল দুই হাজার পিস ইয়াবা আর জাবুলের পেটে ছিল এক হাজার পিস ইয়াবা। পুলিশ জানিয়েছে, ওই দুইজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। মামুন নাজিরপুরের শাখারিকাঠির সালাম মল্লিকের ছেলে। অপর যাত্রী জাবুল রামনগরের মো. রব শেখের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, জব্দ হওয়া ইয়াবার মূল্য ৯ লাখ টাকা। দুই আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।