শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা শহরের ৯৫ ভাগ রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছি —মেয়র সাঈদ খোকন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরের ৯৫ ভাগ রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছি। বাকি যে কয়টি রাস্তা আছে সেগুলো এই শুষ্ক মৌসুমে সংস্কার করে দেবো। আজিমপুর কবরস্থানে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করে দিয়েছি। ঢাকার প্রতিটি রাস্তা এলইডি বাতিতে আলোকিত। আমরা যে কথা বলি অক্ষরে অক্ষরে সেটা পালন করি। গতকাল বুধবার আজিমপুর কমিউনিটি সেন্টার এবং বিকালে কামরাঙ্গীর চরে পৃথকভাবে অনুষ্ঠিত আওয়ামী লীগের নির্বাচনী প্রচারাভিযান ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা -৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম এবং ঢাকা-২ আসনের প্রার্থী কামরুল ইসলামকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সাঈদ খোকন। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, আমরা নৌকার প্রার্থী হাজী সেলিমকে আপনাদের হাতে তুলে দিতে চাই। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দেবেন। পরে তিনি হাজী সেলিম এবং কামরুল ইসলামের হাতে পৃথকভাবে নৌকা তুলে দেন। পাশাপাশি তিনি ডিজিটাল প্রচারণার ও উদ্বোধন করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।