বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এফিডেভিট

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:১৭

হলফনামা: আমি মো. আব্দুল হাসীব (MD. ABDUL HASEEB), পিতা: সমরেন্দ্র চন্দ্র দাস, মাতা: মালতী রানী দাস, গ্রাম ও ডাকঘর: ফান্দাউক, জেলা: ব্রাহ্মণবাড়িয়া, গত ১/১০/২০১৪ তারিখে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বর্তমানে আমার জাতীয় পরিচয়পত্র, এইচএসসি সার্টিফিকেট ও মার্কশিট, স্নাতক ও স্নাতকোত্তর সার্টিফিকেট এবং কর্মস্থল বাংলাদেশ ব্যাংকের ব্যক্তিগত তথ্যাবলীতে আমার আগের নাম অচিন্ত্য দাস লেখা আছে। এসব নথিতে আমার নাম মো. আব্দুল হাসীব  (MD. ABDUL HASEEB) লেখা হবে। ২৪/০৩/২০১৯ তারিখে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিকের কার্যালয়, ঢাকা থেকে এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করা হয়েছে।   সিকে-৭৯৭

এফিডেভিট: আমার জাতীয় পরিচয়পত্রে আমার প্রকৃত নাম “মুসলিমা খাতুন” এর স্থলে ভুলবশত আমার ডাক নাম লিমা বেগম লিখা হয়েছে। যাহা গত ২৪/৩/১৯ ইং তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে নাম সংশোধন করা হয়েছে। —মুসলিমা খাতুন।              সিকে-৮০০