শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য নৌকা প্রতীকের নেতাকর্মীরা পুরো নির্বাচনী এলাকায় ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলছে। সেই সাথে যেখানেই ধানের শীষের জোয়ার সেখানেই বিএনপির প্রচারণায় বাধা দেয়া হচ্ছে।

তিনি আরো অভিযোগ করেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণায় হামলা, অফিস ভাঙচুরসহ তাণ্ডব চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।