বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেধা তালিকায় স্থান পেয়েও নাসিমার ভর্তি অনিশ্চিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:০২

শেরপুর প্রতিনিধি

ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ক ইউনিটে ৮ম এবং খ ইউনিটে ২৪তম স্থান পেয়েও চলতি সেশনে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অর্থাভাবে ভর্তি হতে পারছেনা মেধাবী ছাত্রী নাসিমা। এতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নী পশ্চিম পাড়ার ভ্যান চালক নূর ইসলামের মেয়ে নাসিমার শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের এক শতাংশ জমিও নেই, যা থেকে বাড়তি আয় হয়। সারাদিন ভ্যান চালিয়ে পিতা যে আয় করেন তা দিয়ে চলে নাসিমাদের ৫ জনের সংসার। তার ৩ সন্তানের মধ্যে নাসিমা বড়, মেঝো মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী, ছোট ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র। দরিদ্র পিতার পক্ষে তার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ যোগান দেয়া সম্ভব নয়। এর আগে অভাবের তাড়নায় একবার নাসিমার শিক্ষাজীবন শেষ হতে চলেছিল। কিন্তু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ডপস্’ এর সহযোগিতায় ঝরে পড়ার হাত থেকে রক্ষা পায় সে।

এ মেধাবী শিক্ষার্থীর আবেদন তার শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার জন্য যদি কোন সহূদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয় দেন তা’হলে তার আশা পূরণ হতে পারে। যোগাযোগ মোবাইল নম্বর ০১৯৯৭৫৩৯৯২০।