শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেনাপোলে সাড়া ফেলেছে মানবতার দেয়াল

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৫

বেনাপোল সীমান্তে মানবতার দেয়াল  সাড়া ফেলেছে  ছিন্নমূল মানুষের মাঝে। শীতে দুর্ভোগে রয়েছে এলাকার ছিন্নমূল মানুষ। তাই বেনাপোল মহাসড়কের পাশেই উন্মুক্ত স্থানে দেয়ালে লেখা হয়েছে মানবতার দেয়াল। এক পাশে লেখা এখানে আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান আর এক পাশে আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান। বাসাবাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে থাকা পুরনো ও অপ্রয়োজনীয় বস্ত্র মানবতার দেয়ালে রেখে যাচ্ছেন স্থানীয়রা। আর ছিন্নমূল মানুষ তা নিয়ে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বেনাপোলের বড়আচড়া গ্রামের রোমিও হাসান হিরোর আহ্বানে সমমনা ১৮জনকে নিয়ে গঠন হয়েছে মানবতার দেয়াল তারুণ্য ১৮। তারাই নিয়েছেন এই উদ্যোগ।