মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৪১

ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে  বুধবার রাতে এক কেজি ২শ গ্রাম ওজনের ১২টি   স্বর্ণের বারসহ আব্দুর রহিম নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক আব্দুর রহিম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পূর্বপাড়ার মোঃ ইউসুফ আলীর ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়েদ সোহেল আহম্মেদ জানান,  গোপন খবরের ভিত্তিতে ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী গ্রামের পূর্বপাড়া সীমান্ত থেকে সোনার চালানসহ রহিমকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। আটক দুই পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।