শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝিনাইদহ জেলায় টপ সয়েল যাচ্ছে ইটভাটায়, উর্ব্বরতা হারাচ্ছে জমি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়। প্রতিদিনই টপ সয়েল বিক্রি করছে চাষিরা। এতে জমি উর্ব্বরা শক্তি হারাচ্ছে। ফসল উত্পাদন কমে যাচ্ছে। চাষিদের অভাবের সুযোগ নিয়ে এক শ্রেণির দালাল  গ্রামে গ্রামে ঘুরে নামমাত্র দামে জমির টপ সয়েল কিনে ইটভাটায় বিক্রি করছে। জেলায় শতাধিক ইটভাটা আছে। বেশির ভাটার নিজস্ব জমির ইট কাটার মত মাটি শেষ হয়ে গেছে। এখন তারা মাটি কিনে ইট তৈরি করছে।

 ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জিএম আব্দুর রউফ বলেন, জমির উর্বরতা টপ সয়েলের ১০ থেকে ১৫ ইঞ্চির মধ্যে থাকে। টপ সয়েল  বিক্রি করলে উর্বরতা হারায়। আর উর্বরতা ফিরিয়ে আনতে অনেক দিন সময় লাগে। এজন্য জৈব সার ব্যবহার করতে হয়। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদের টপ সয়েল বিক্রি না করতে উপদেশ দেওয়া হচ্ছে।