শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দরদরা পাগলনাথ আশ্রমের কাছে বরাটিয়া-মরুরা-হিজলীয়া রাস্তার ত্রি-মোহনায় অবস্থিত কালভার্টটির মধ্যে বৃহত্ গর্ত সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিনে-রাতে হরহামেশাই ঘটছে মারাত্মক দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ও ভাঙা এ ব্রিজ দিয়ে প্রতিদিনই অটোরিকশা, ট্রাক, পাওয়ার টিলারসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। পুরনো এ কালভার্টটির ইট, প্লাস্টার খসে পড়েছে। মাঝখানে বিরাট গর্তের কারণে পথচারী পড়ে হাত-পা ভাঙছে। যানবাহনের চাকা গর্তে ঢুকে ঘটছে দুর্ঘটনা।

হিজলীয়া গ্রামের ব্রয়লার মুরগির ব্যবসায়ী খালেক মিয়া জানান, রাতের বেলায় মোটরসাইকেল আরোহীরা ব্রিজ পারাপারের সময় গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বরাটিয়া গ্রামের শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, চরাঞ্চলের কৃষকেরা সবজি নিয়ে এ রাস্তা দিয়ে পাকুন্দিয়া বাজারে আসে। ব্রিজটি ভাঙা থাকায় তারা ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে। ভাঙা কালভার্টটি পুনঃনির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

এ ব্যাপারে বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম বলেন, আমি নতুন যোগদান করেছি এবং আমার জানামতে বিষয়টি মামলাধীন থাকায় কালভার্টটির পুনঃনির্মাণ কাজ শুরু করা যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, মামলাজনিত কারণে ব্রিজের কাজ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিষ্পত্তি হলে অর্থবছর শেষ হয়ে গেলেও কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।