শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাণ্ডারিয়ার কাজিরহুলায় জেপির কর্মী সমাবেশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৫

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গত শনিবার সন্ধ্যায় উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬নং কাজিরহুলা ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পার্টি জেপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জেপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু। এ ছাড়াও বক্তব্য রাখেন জেপি নেতা মোঃ শফিকুল আলম খোকন সিকদার, জামালউদ্দিন মিয়া স্বপন, জাতীয় ছাত্রসমাজ জেপির সাবেক উপজেলা সভাপতি মোস্তফা সিকদার, উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, স্থানীয় জেপি নেতৃবৃন্দের মধ্যে  মোঃ সাইদুর রহমান সাব্বির, মোঃ জামাল গাজী, মোঃ আজিম হাওলাদার, মোঃ ছালাম সরদার, মোঃ মজিদ হাওলাদার, মোঃ রবি সরদার, মোঃ বেলায়েত মৃধা, আলমগীর হাওলাদার, ভাণ্ডারিয়া পৌর ছাত্রসমাজের লাভলু সরদার, ইউনিয়ন নেতা মোঃ মঞ্জু হাওলাদার, মোঃ মামুন খান, ইসা হাওলাদার, ইসমাইল হোসেন প্রমুখ।

ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়র হোসেন মঞ্জুর পক্ষ থেকে তাঁর নির্বাচনী মার্কা বাইসাইকেল মার্কায় ভোট প্রদানের জন্য নারী-পুরুষ সকলকে সালাম জানানোর জন্য উপস্থিত সকল নেতা-কর্মীকে আহবান জানানো হয়।

এদিকে রাতে জেপির উপজেলা নেতৃবৃন্দ ভাণ্ডারিয়া পৌরসভার উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দিরে জগদ্ধাত্রী পূজা উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং উপজেলা হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হিন্দু নেতৃবৃন্দের মধ্যে উদ্যাপন কমিটির উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসু, সহ-সভাপতি রতন চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, আইনবিষয়ক সম্পাদক শঙ্কর জীত্  সমদ্দার, মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক তপন দাস, সুজন কর্মকারসহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত নারী-পুরুষ ভক্তরা উপস্থিত ছিল।