শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৈয়দপুর শহরে উচ্ছেদ অভিযান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২২

 ‘রেলওয়ের পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, উপরের নির্দেশে এ অভিযান পরিচালিত হচ্ছে’

 

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর শহরের বিমানবন্দর (ক্যান্ট রোড)  ও উপজেলা সড়কের উভয় পাশে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও সৈয়দপুর রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন। এ কাজে বিপুলসংখ্যক পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

রেলওয়ের পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, উপরের নির্দেশে এ অভিযান পরিচালিত হচ্ছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।