শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাঘায় বালু উত্তোলন করায় ৮ জনকে আটক ও জরিমানা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘা উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ড্রেজারসহ ৪টি নৌকা ভাঙচুর করে ডুবিয়ে দেয়া হয়েছে। জানা গেছে, বাঘা উপজেলার চকরাজাপুর পদ্মানদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল পার্শ্ববর্তী  কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার মিঠু ও রাকিবুল শেখের নেতৃত্বে কতিপয়  বালুদস্যু। এ খবর জানার পর বাঘা উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা গত মঙ্গলবার দুপুরে পুলিশ ফোর্সসহ  ঘটনাস্থলে যান।  সেখানে ৬টি নৌকার মধ্যে ড্রেজারসহ চারটি নৌকা ভেঙে  ফেলেন।

এ সময় ঘটনার সাথে জড়িত জিল্লুর রহমান, শহিদুল ইসলাম, হোসেন শেখ, বোরহান মণ্ডল, তুহিন ইসলাম, সাইফুল, নঈম ও রাকিবুলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় সাপেক্ষে তাদের ছেড়ে দেয়া হয়। এ খবরের সত্যতা স্বীকার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা ও বাঘা থানার ওসি মহাসীন আলী।