বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যমুনেশ্বরীর বুকে চাষাবাদ!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

চারদিকে সবুজের সমারোহ। বাতাসে দোলা দিচ্ছে ধানের চারা গাছগুলোয়। দূর হতে দেখে মনে হবে এ বুঝি ফসলের মাঠ। প্রকৃতপক্ষে এ হলো শুকিয়ে যাওয়া যমুনেশ্বরী (মরা তিস্তা) নদীর বুকে চাষাবাদের চিত্র। শুকিয়ে যাওয়া নদীর ওপর দেওয়া ব্রিজটিও ঠাঁয় দাঁড়িয়ে আছে।

সরেজমিনে গত মঙ্গলবার সকালে শুকিয়ে যাওয়া নদীর বুকে এ চাষাবাদের চিত্রই চোখে পড়ে। এ সময় কথা হয় নদীতে চাষাবাদ করা কৃষক রাজু মিয়া ও নুরুজ্জামানের সঙ্গে, তারা জানান, নদীতে ধান চাষ করতে স্বাভাবিক সময়ের চেয়ে ১ মাস পূর্বে প্রস্তুতি নিতে হয়। কারণ, বন্যা হলেই চারা গাছগুলো পানিতে তলিয়ে যেতে পারে।

বদরগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কনক রায় জানান, নদীর তীরবর্তী গরিব লোকজন শুকিয়ে যাওয়া নদীতে ধান চাষ করেছে বলে শুনেছি।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক জানান, সরকার খুব দ্রুতই শুকিয়ে যাওয়া নদীগুলোকে খননের মাধ্যমে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।