বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের যৌথ সভা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

নীলফামারী প্রতিনিধি

পঞ্চগড়ের ঘাগড়া বর্ডার অভজারভেশন পোস্ট (বিওপি) সীমান্ত  মেইল পিলার ৭৫৩ এর নিকট ভারতীয় অভ্যন্তরে ১.৬৫৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে যৌথ জয়েন্ট ডিসকাশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের মিটিং চলে। এতে নেতৃত্ব দেন বিজিবি’র পক্ষে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ২১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনোদ কুমার কান্দ পাল। মিটিং-এ বিএসএফ প্রস্তাবিত সীমান্তে ১৫০ গজের মধ্যে একসারি বিশেষ তাঁরকাটার বেড়া নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনার পর বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকের উপর গুলি বর্ষণ না করা  এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী পণ্য পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ করা হয়।