শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) হাজারো মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহরেই মঙ্গলবার রাত ১২টার পূর্বেই উপজেলা সদর থেকে ৪ কিঃ মিঃ দুরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ই্উনিয়ন থেকে উপস্থিত হন হাজার হাজার মানুষ। ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ এবং এরপর একে একে গফরগাঁও প্রেসক্লাব. সূূর্যসারথি খেলাঘর আসরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসমূহ ও সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পণ করে।

বুধবার সকালে ভাষা শহীদের গ্রাম জব্বার নগরের বিভিন্ন রাস্তায় প্রভাত ফেরি করে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের  হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।