শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দশমিনায় গোলাম মাওলা রনিকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল। শনিবার রাতে দশমিনা উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শেষে গোলাম মাওলা রনিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রানা, দশমিনা সরকারি এআরটি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন প্যাদা প্রমুখ।  এ সময় ছাত্রদল নেতারা বলেন, গোলাম মাওলা রনি দশমিনার এমপি থাকাকালীন ছাত্রদল নেতাদের বিভিন্ন হামলা মামলায় বাড়ি ছাড়া করেছেন, কোনোভাবেই তার মনোনয়ন মেনে নেওয়া হবে না। এ সময় সমাবেশ থেকে রনিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে দশমিনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা গোলাম মাওলা রনির কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়।