শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমিল্লা-২ আসনে নৌকার মাঝি হিসেবে মেরীকে পেয়ে খুশি নারীরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০২

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনে একজন নারীকে নৌকার প্রার্থী হিসেবে পেয়ে খুশি নারী ভোটাররা।

নারীদের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষও খুশি। এ আসনের নৌকার মাঝি সেলিমা আহমাদ মেরী বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা। সেলিমা আহমাদ নৌকার টিকিট পেয়েই দলীয় নেতা-কর্মীসহ সাধারণ ভোটারদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে একান্তে কথা বলছেন। আপাতত কোনো সভা-সমাবেশ করছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যে উন্নয়ন করেছেন তাই তার আলোচনার বিষয়। গ্রামে-মহল্লায় যাচ্ছেন মেরী। সাধারণ মানুুষ তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হচ্ছেন। কেউ কেউ কেঁদে বুকে জড়িয়ে ধরছেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেরী নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। গত এক বছরে হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ‘উঠান বৈঠক’ করে সাড়া ফেলেন তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলেছেন। তার এই  বৈঠক নিয়ে দলীয় হাইকমান্ডেও আলোচনা হয়। গত কয়েকদিনে তিনি ও তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদকে নিয়ে তিনি উপজেলায় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। মেরী জানিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলে তিনি স্পষ্ট হয়েছেন, তার আসনে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।