শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ড্রাগন চাষে সফল সাতক্ষীরার রুহুল

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৩০

বিদেশি ফল ড্রাগন চাষ করে প্রথম বছরেই সফল হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষক রুহুল আমিন মোড়ল। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের গহর আলী মোড়লের ছেলে।  কৃষক রুহুল আমিন জানান, সহজ পরিচর্যা ও চাষ পদ্ধতির মাধ্যমে ১৫ মাসের মধ্যে মাত্র ২০টি গাছ থেকে ১৫০-১৭৫টি ফল পেয়েছেন। যার গড় ওজন ৩০০ গ্রাম। পেয়েছেন উচ্চ বাজার মূল্যও। সহজ পরিচর্যা ও চাষ পদ্ধতির উচ্চ মূল্যের ভিন দেশি ১.৫ থেকে ২.৫ মিটার লম্বা ক্যাকটাস জাতীয় এ ফলটি নিয়ে এখন স্বপ্ন দেখছেন তিনি। লাভ ভালো পাওয়ায় তিনি আরো ৩৩ শতাংশ জমিতে এই ফল চাষের উদ্যোগ গ্রহণ করেছেন। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জানান, ড্রাগন ফলে রোগ বালাই পোকা-মাকড়ের আক্রমণ নেই বললেই চলে। এটি একটি লাভবান ফল। তাই অপার সম্ভাবনাময় এ ফলটি চাষাবাদ সমপ্রসারিত হলে কৃষককুল লাভবান হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।