শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়ায় ভুয়া ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর সংবাদে জেল জরিমানা

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৫২

রাশিয়ায় মিডিয়ার ওপর কড়াকড়ি আরোপ করতে নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আইনে ভুয়া এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর সংবাদ প্রচারের জন্য জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। এমন দিনে নতুন আইন করা হয় যেদিন প্রেসিডেন্ট পুতিন দখলকৃত ক্রিমিয়ায় একটি সমাবেশে যোগ দিতে যান। খবর ডেইলি মেইলের

সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নতুন আইনটি প্রকাশ করা হয়েছে। আইনে বলা হয়েছে, কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করলে রুশ মুদ্রায় চার লাখ বা ৬ হাজার ১০০ মার্কিন ডলার   জরিমানা দিতে হবে। কারণ এই সংবাদে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর কেউ যদি রুশ সরকার, পতাকা এবং সংবিধানকে অশ্রদ্ধা করে কোনো তথ্য প্রচার ও প্রকাশ করে তাহলে রুশ মুদ্রায় এক লাখ বা ১ হাজার ৫২৫ ডলার জরিমানা দিতে হবে। একই অপরাধ আবার করলে ১৫ দিন জেল খাটতে হবে। মিডিয়া কর্তৃপক্ষ ভুয়া সংবাদ ঠেকাতে ব্যর্থ হলে সরকারি কর্তৃপক্ষকে ওই ওয়েবসাইট বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে আইনে। সমালোচকরা বলছেন, নতুন আইনের মাধ্যমে রাষ্ট্রের হস্তক্ষেপ বাড়তে পারে এবং মিডিয়ার স্বাধীনতা খর্ব হতে পারে। তবে আইনপ্রণেতারা বলছেন, ভুয়া সংবাদ ঠেকাতেই এই আইন করা হয়েছে। ক্রিমিয়া দখলের পঞ্চম বাষির্কী উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুতিন সোমবার এক সমাবেশে অংশ নেন।