শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেলমন্ড হোটেল কিনে নিল ফ্রান্সের এলভিএমএইচ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৪৪

লন্ডনভিত্তিক বিলাসবহুল বেলমন্ড হোটেল গ্রুপকে কিনে নিয়েছে বিখ্যাত ব্র্যান্ড লুই ভিতোঁ, ক্রিশ্চিয়ান ডিয়োর এবং দোম পেরিনিয়োর স্বত্বাধিকারী ফ্রান্সের বহুজাতিক প্রতিষ্ঠান এলভিএমএইচ। এ অধিগ্রহণে এলভিএমএইচ ও বেলমন্ডের মধ্যে ২৬০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর সূত্রে জানা গেছে, বেলমন্ডকে অধিগ্রহণের মধ্য দিয়ে বিশ্বের ২৪টি দেশের ৪৬টি হোটেল, রেস্তোরাঁ, বিলাসবহুল ট্রেন ও প্রমোদতরীর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এলভিএমএইচ। এর মধ্যে রয়েছে ভেনিসের হোটেল চিপ্রিয়ানি এবং নিউইয়র্কের টোয়েন্টি ওয়ান ক্লাব। ৯৬ কক্ষের চিপ্রিয়ানি হোটেলটি ৪০ বছর আগে অধিগ্রহণ করেছিল বেলমন্ড। অনেক সেলিব্রেটির যাতায়াত ছিল এ হোটেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিন নিউইয়র্কের টোয়েন্টি ওয়ান রেস্টুরেন্টে নিয়মিত যাতায়াত করেন বলে শোনা যায়।