বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অ্যাক্রেডিটেশন পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য গাইডলাইন তৈরি করবে বিএবি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:০৯

ইত্তেফাক রিপোর্ট

অ্যাক্রেডিটেশন সনদ পেতে আগ্রহী দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অনুসরণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। একই সঙ্গে সিটিজেন চার্টার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অ্যাক্রেডিটেশনের নতুন আবেদন নিষ্পত্তি এবং পুরাতন সনদ নবায়নের কাজ নিশ্চিত করা  হবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড আয়োজিত “বিএবি অ্যাসেসর রিফ্রেশার্স কোর্স” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির     বক্তব্যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 এসময় মহাপরিচালক আরও বলেন, বিএবি খুব শিগিগর বাংলাদেশে স্থাপিত দেশীয় ও বহুজাতিক মেডিক্যাল ল্যাবরেটরি এবং মান পরিদর্শন সংস্থার (ইন্সপেকশন বডি) অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সক্ষমতা অর্জন করবে। এ লক্ষ্যে এশিয়া-প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কোঅপারেশনের মূল্যায়ন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।