শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৯

বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। তিনি বলেছেন, জাপান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাপান বাংলাদেশকে অনেক সহযোগিতা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। জাপান নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা এবং চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায় দু’টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের বিনিয়োগকারিগণ সফর করলে উভয় দেশের ব্যবসায়িগণ বেশি আত্মবিশ্বাসী হবেন বলে তিনি মনে করেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হিরোইন ইজুমির সঙ্গে মতবিনিময়ে এ সব কথা বলেন। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে জাপান খুশি। জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।