শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাঁত শুমারি পরবর্তী যাচাই কার্যক্রম শুরু হচ্ছে আজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:০২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সমগ্র দেশব্যাপী গত ১০-১৪ মে ‘তাঁত শুমারি পরিচালনা করে। শুমারি পরবর্তী যাচাই কার্যক্রমের লক্ষ্যে গতকাল সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীগণের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় জানানো হয়, আগামী ১০-১৮ ডিসেম্বর মেয়াদে সমগ্র দেশব্যাপী শুমারি পরবর্তী যাচাই কার্যক্রম পরিচালিত হবে। কর্মশালায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আবুয়াল হোসেন ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) বিকাশ কিশোর দাস, অতিরিক্ত সচিব (তথ্য ব্যবস্থাপনা) বেগম মাহমুদা আকতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিবিএস-এর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।