বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাইসাইকেল শেয়ারিং সেবা এখন চট্টগ্রামে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১

 

 

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করেছে দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান  জোবাইক। ক্যাম্পাসের অভ্যন্তরে বিদ্যমান পরিবহন সংকট নিরসনে কাজ করছে এই প্রতিষ্ঠানটি।

                এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা শুধুমাত্র ক্যাম্পাসের অভ্যন্তরেই এ সেবা গ্রহণ করতে পারবেন। জোবাইক ব্যবহার করার জন্য ব্যবহারকারীর মোবাইল ফোনে থাকতে হবে জোবাইক অ্যাপ।

অ্যাপ ইনস্টল করে, নিজের ফোন নম্বর আর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে উপভোগ করা যাবে এ সেবা। সেবা ব্যবহারে প্রতি ৫ মিনিট ৩ টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে ব্যবহারকারীদের।

                সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন জোবাইক এর নির্ধারিত ওয়েবসাইটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবহারকারীরা ক্যাম্পাসে শহীদ মিনার সংলগ্ন (লেডিস ঝুপড়ি) জোবাইক আউটলেটে যোগাযোগ করে জোবাইক সম্পর্কিত যেকোন তথ্য বা  অভিযোগ জানাতে পারবেন।