শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হরতাল নৈরাজ্য দেশের মানুষ চায় না :নাসিম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৫৫

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল নৈরাজ্য এ দেশের মানুষ চায় না। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবে। বিজয়ের মাস ৩০ ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বাংলার মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়নের কোনো বিকল্প নেই। গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ শান্তিতে ও স্বস্তিতে আছে। স্বাস্থ্যমন্ত্রী গতকাল রবিবার তার নির্বাচনী এলাকা কাজিপুরের গান্ধাইল ইউনিয়নে পৃথক ২টি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাসিম দুপুরে প্রথমে যান বাঐখোলা ও বিকালে কালিকাপুরে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন সারাদেশে ভোটের উত্সব শুরু হয়েছে। এখন নির্বাচনী জোয়ারে ভাসছে দেশ। এ দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। নাসিম আরো বলেন, ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোনো ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারিরনির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি-জামায়াত জোট দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিল, দেশের সাধারণ মানুষ সেটা ভুলে যায়নি। এ দেশের মানুষ তাদের আর আশ্রয়-প্রশ্রয় দেবে না। ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী একই দিন সন্ধ্যায় রতনকান্দি ইউনিয়নের চিলগাছায় একটি সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন।